Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাকা মহানগরী দক্ষিণের সিরাত পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৪, ০৮:০৪ পিএম


ঢাকা মহানগরী দক্ষিণের সিরাত পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত

সিরাতুন্নবি (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার একযোগে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকল থানাসমূহে সকাল ১০টায় এবং বিকাল ৩টায় এবং সন্ধ্যা ৬টায় এই সিরাত পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ঢাকা মহানগরী দক্ষিণের প্রায় অর্ধ-লক্ষাধিক জনশক্তি অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন হল কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের বর্তমান ভারপ্রাপ্ত আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহা. দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ড. মোবারক হোসাইন, মাও. ফরিদুল ইসলাম, অধ্যাপক নুরুন্নবী মানিক, জয়নাল আবেদীন, আব্দুর রহমানসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।

ভারপ্রাপ্ত আমির আব্দুস সবুর ফকির পরীক্ষার হল পরিদর্শনকালে বলেন, মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন বলেন “নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল (সা.)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ” ফলে একমাত্র রাসূল (সা.)-এর আদর্শ ও কর্মপন্থা অনুসরণের মাধ্যমেই দুর্নীতি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তাঁর কর্মপন্থা অনুসরণের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)। তিনি ঐশী বাণী পেয়ে জাহেলিয়াতের আঁধার কেটে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, সমৃদ্ধ রাষ্ট্র গঠনের পূর্বে তিনি মানব গঠনে আত্মনিয়োগ করেছিলেন। যার ফলে আবু বকর, উমর, উসমান ও আলী (রা.) এর মতো মানুষেরা তৈরি হয়েছিলেন। রাসূল (সা.) তাদের মতো একদল যোগ্য লোক তৈরি করে সোনার মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। যারা বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সামর্থ্য হয়েছিলেন। আমরাও একইভাবে সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। এদেশের মানুষের মাঝে কুরআনের শিক্ষা ও রাসুলের সুন্নাহ ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দেশ ও জাতির কল্যাণের জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির কাজ আমরা করে যাচ্ছি।

নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, রাসূল (সা.)-এর চেতনাকে আঁকড়ে ধরেই আমাদের দেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব। আল্লাহর দ্বীন এই জমিনে বিজয়ী হলে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। কাজেই রাসূল (সা) এর আদর্শের আলোকেই আমাদের জীবনকে গড়ে তুলতে হবে।

একই সময়ে আজ রাজধানীর পল্টন, মতিঝিল, সবুজবাগ, শাহবাগ, বংশাল, রমনা, খিলগাঁও, কোতোয়ালি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ, যাত্রাবাড়ী, কদমতলী, সূত্রাপুর, গেন্ডারিয়া সহ সকল থানায় শাখা সমূহে একযোগে এই সিরাত পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!