নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৪, ১১:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৪, ১১:২৩ পিএম
ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না। তারা লুটপাট চোরের দলকে বন্ধু বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন বলেছেন, কেয়ামত পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব থাকার কথা ছিল। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের উত্ত্যক্ত করার কারণেই বন্ধুত্ব নষ্ট হয়েছে।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট। কিন্তু আমরা একটা স্বাধীনচেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ সাহসী তরুণ সমাজ। মুক্তিযুদ্ধের সময়ও ছাত্ররা আমার সঙ্গে যুদ্ধ করেছে, আমি দেখেছি। কিন্তু এবারের ছাত্ররা যা দেখিয়েছে, তা অকল্পনীয়। এরাই আমাদের গর্ব।
তিনি বলেন, জুলাই-আগস্টের যে বিপ্লব, সেটা সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। হেলিকপ্টার থেকে যখন গুলি করে মানুষ মারে, তখন আমরা নিরস্ত্র। কিন্তু যখন কেউ সীমা লঙ্ঘন করে...আমাদের ধর্মে আছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কখনও মাফ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে। তাই আজ তাদের সবাইকে পালাতে হয়েছে।
ইএইচ