Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:৩৮ এএম


মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

আগামী ২১ ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করবে মুক্তিযোদ্ধা দল। যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তবে সেই সমাবেশে সশরীরে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বলেন, ‘২১ ডিসেম্বর সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন বলে সম্মতি জানিয়েছেন।’

এর আগে চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যান খালেদা জিয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবার কোনো অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন।

অন্যদিকে, দলীয় কর্মসূচিতে সর্বশেষ খালেদা জিয়াকে দেখা যায় ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ইএইচ

Link copied!