Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৪, ০৬:১৮ পিএম


বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৩ দিনব্যাপী (১৬-১৮ ডিসেম্বর) কর্মসূচি ঘোষণা করেছে।

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম আজ রোববার এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— র‌্যালি ও আলোচনা সভার আয়োজন, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, রচনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, ইয়াতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে খাবার গ্রহণ, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান, মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর ও দেয়ালিকা প্রকাশ, শহীদী গান ও ভিডিও ডকুমেন্টারি প্রচার, জাতীয় ও স্থানীয় পত্রিকা, সোশ্যাল মিডিয়া প্রভৃতি প্ল্যাটফর্মে বিজয় দিবস সম্পর্কিত লেখালেখি করা।

এসব কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য ছাত্রশিবিরের সকল শাখা দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

ইএইচ

Link copied!