Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:৩০ পিএম


ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার শীতবস্ত্র বিতরণ

৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের প্রান্তিক মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

সোমবার ৫৪তম বিজয় দিবসের কর্মসূচি হিসেবে মোহাম্মদপুরের শহীদ পার্ক  টাউন হলে শীতবস্ত্র উপহার প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষের দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালী সকলের উচিত গরিব, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি দেশ প্রেমী সংস্থা। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত দাড়িদ্রপীড়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা-সংকট দূর করে সচ্চলতা-স্বনির্ভরতা ফেরানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আজকের শীতবস্ত্র বিতরণ আমাদের মানবিক কার্যক্রমেরই অংশ।’

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদ, উপস্থিত ছিলেন ছিলেন শাখা সেক্রেটারি হাফেজ আবু তাহের এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

ইএইচ

Link copied!