Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

যোগ দিচ্ছেন না খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৪, ০২:১০ পিএম


যোগ দিচ্ছেন না খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

অসুস্থতার কারণে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এতে সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।’

বিএনপি চেয়ারপার্সনের অংশগ্রহণ করতে না পারায় মুক্তিযোদ্ধা সমাবশ বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ।

তিনি জানান, ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। এরপর গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি।

বিআরইউ

Link copied!