Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

আমার সংবাদ ধর্ম ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৪, ০৮:২৬ পিএম


হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন তিনি।

পোস্টে জামায়াত ইসলামের আমির লিখেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘তিনি সুনাম ও স্বচ্ছতার সঙ্গে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। দেশের জন্য এবং বিশেষভাবে বাংলাদেশের আইনাঙ্গনে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা তার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং মহান আল্লাহ তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’

জামায়াত আমির বলেন, তার শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

ইএইচ

Link copied!