Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নূরুল ইসলাম বুলবুল

প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে, আমাদের জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২৪, ০৩:২৭ পিএম


প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে, আমাদের জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে

প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে, আমাদের ছাত্র, জনতা, তরুণ, যুবক, পেশাজীবী, রাজনৈতিক দল সকলের যৌথ প্রচেষ্টায় জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, এই ঐক্য বজায় রেখে ছাত্র-জনতার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এবং দিল্লি না ঢাকা..ঢাকা, ঢাকা চেতনা অটুট রেখে দল মত ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তুলে নতুন বাংলাদেশ গড়তে হবে।

বলেন, যেখানে কোনো বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব থাকবে না। ক্ষমতা ধরে রাখতে প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে বর্গা দেওয়া হবে না। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। জনগণ সত্যিকার অধিকার ও মর্যাদা লাভ করবে।

শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদরে ব্রাইট স্টার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, ২নং ওয়ার্ড সভাপতি মুনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, যারা নিজেদেরকে স্বাধীনতার সোল-এজেন্ট দাবি করেছে, তাদের মাধ্যমেই স্বাধীনতা ও গণতন্ত্র ব্যাহত হয়েছে। রাজনৈতিক দলের উপর নিপীড়ন করা হয়েছে। তারা নিজ দলীয় কয়েকটি পত্রিকা রেখে দেশের প্রায় সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়েছিল। তারা সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে একটা মাত্র দল করার সিদ্ধান্ত নিয়েছিল। যে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিলাম, সেটি আর স্বাধীনতার পরে খুঁজে পাওয়া যায়নি। স্বাধীনতার আগে ভিনদেশীরা আমাদের মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, স্বাধীনতার পরে আওয়ামী লীগ আমাদের নাগরিকদের সেসব স্বাধীনতা কেড়ে নেয়।

তিনি উপস্থিত যুবক-তরুণ ও ছাত্রদের উদ্দেশ্যে বলেন, এই ক্লাবটি যেমন কতগুলো উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে কত গুলো উদ্দেশ্য নিয়ে। কিন্তু স্বাধীনতার পর সেই সব উদ্দেশ্য গিলে খেয়েছে আওয়ামী লীগ। তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে উল্লেখ করে তিনি বলেন, সেজন্য নিজেদেরকে সৎ, যোগ্য, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদেরকে সৎ, যোগ্য, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে জামায়াত-শিবির সহযোগিতা করছে তাই তিনি তরুণ প্রজন্মকে জামায়াত-শিবিরের পতাকা তলে আসার আহ্বান জানান।

ইএইচ

Link copied!