Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২২, ২০২৪, ১০:৩০ পিএম


কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া?

শারীরিকভাবে নতুন কোনো সমস্যা না হলে আগামী রোববার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

২৯ ডিসেম্বর দিনের বেলায় কোনো এক ফ্লাইটে তিনি রওনা করবেন বলে জানা গেছে। খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসক যাবেন  বলেও জানা গেছে।

রোববার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ ডিসেম্বর যাবেন। ম্যাডামের সঙ্গে তার চার-পাঁচজন চিকিৎসক যাবেন। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া। প্রায় তিন মাসের বেশি সময় চিকিৎসার পর ১৮ অক্টোবর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি।

ইএইচ

Link copied!