Amar Sangbad
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,

মির্জা আব্বাস

সংবিধান কবর দেয়ার কথা বললে কষ্ট লাগে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:১২ পিএম


সংবিধান কবর দেয়ার কথা বললে কষ্ট লাগে

শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান। সে সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয়, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বলেছেন, ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। তবে সংবিধান রাফ খাতা নয়, যে ছুড়ে ফেলব। যদি নতুন কোনো সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে- আগের অমুক সালের সংবিধান বাতিল করে এ সংবিধান জারি করা হলো।

রোববার রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধানে সংশোধন স্বাধীনতার পর থেকে চলে আসছে। এই সংবিধান অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। মাথাব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হয়? মাথাব্যথা হলে মাথা কেটে ফেলতে হয় না, ওষুধ খেতে হয়।

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল বুঝবেন না। কবর দিয়ে দেব, মেরে ফেলব, কেটে ফেলব- কথাগুলো কিন্তু ফ্যাসিবাদের মুখের কথা। এ কথাগুলো কিন্তু ভালো কথা নয়। জাতি তাকিয়ে আছে তোমাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের দিকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, হাসিনা অহংকার করেছিল, পতন হয়ে গেছে। সুতরাং এমন কথা না বলাই ভালো যা দেশের মানুষ পছন্দ করে না। জাতির ভেতরে বিভক্তি আনবেন না। এত কষ্টের অর্জনকে কয়েকজন লোকের ইশারায় কথা বলে, বালখিল্যতা করে জাতিকে বিভক্ত করবেন না- এটা আমার অনুরোধ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই যে আগুন, আনসার বিদ্রোহ এসব বিষয় এমনি এমনি হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে। তারা সচিবালয়েই বসে আছেন। তারা আজ উপদেষ্টাদের সহযোগী হয়ে আছেন। সবাইকে কিন্তু আমরা চিনি।

ইএইচ

Link copied!