নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৫, ০৯:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৫, ০৯:৫৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
রোববার রাত ৮টা ৪৮ মিনিটে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, খন্দকার ড. মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ।
তবে, চেয়ারপরসনের সাথে সাক্ষাতে এখনো প্রবেশ করেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে স্বাক্ষাত করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অব অলি আহমেদ বীরবিক্রম।
তিনি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। প্রায় সোয়া ঘণ্টার বৈঠক শেষে ৭টা ৫৫ মিনিটের সময় তিনি বের হন।
এদিকে সন্ধ্যা ৭টা থেকে বিএনপির চেয়ারপারসনের সাথে স্বাক্ষাত করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ফিরোজায় প্রবেশ করছেন।
ইএইচ