Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

সালাউদ্দিন বাবু

আওয়ামী লীগ গায়ের জোরে দেশ পরিচালনা করেছে

সাভার প্রতিনিধি

সাভার প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৫, ১১:০৯ পিএম


আওয়ামী লীগ গায়ের জোরে দেশ পরিচালনা করেছে

বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেছেন, ‘আওয়ামী লীগ গায়ের জোরে দেশ পরিচালনা করেছে। গণতন্ত্রের উসিলায় বার বার সিল-সাপ্পর মেরে, দিনের ভোট রাতের মেরে নির্বাচিত হয়েছে। অথচ জনগণ ভোট কেন্দ্রেই যায় নাই, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

রোববারব বিকালে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শ্রীপুর বালুরমাঠ এলাকায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণ ৫ ভাগ ভোট দিতে পারে নাই। পাঁচ বছর পর আশায় বুকবেঁধে ভোট দিতে গিয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই। তারা পাঁচ বছর পর দায়িত্ব পেয়েছে, তারাই নির্বাচিত হয়েছে এবং তারাই দেশ পরিচালনা করবে।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার না হলে নতুন করে আবার আন্দোলন করবো। মামলা সব এক সাথে প্রত্যাহারের দাবি জানাই।’

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম-সম্পাদক সামসুল ইসলাম, সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল প্রমুখ।

ইএইচ

Link copied!