Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

নূরুল ইসলাম বুলবুল

সরকার সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করবে এটাই জনগণের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২৫, ১২:১৩ এএম


সরকার সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করবে এটাই জনগণের প্রত্যাশা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার সংস্কারের অনেকগুলো কমিটি করেছে। সেই কমিটিগুলো আগামী ১৫ জানুয়ারির মধ্যেই রিপোর্ট দিবে আশা করছি। শুধু নির্বাচন কমিশনই নয় জনগণের প্রয়োজন হচ্ছে পুরো রাষ্ট্রের সংস্কার। যেহেতু আওয়ামী লীগের শাসনামলে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনিয়ম ছড়িয়ে দেয়া হয়েছিল, পরিকল্পিতভাবে গোটা রাষ্ট্রের পচন ধরিয়ে দেয়া হয়েছিল। সুতরাং অবশ্যই এখানে নানাবিধ সংস্কার প্রয়োজন।

বলেন, জনগণ শুধু নির্বাচন নয়, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংস্কার চায়, বিচার ব্যবস্থার সংস্কার চায়। এখানে সংবিধান সংশোধনসহ বহুবিধ রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। এই অন্তবর্তী সরকার ইতোমধ্যেই ১৫ জানুয়ারির মধ্যেই রিপোর্ট পেশ করার কথা বলেছে। সে বিষয়ে ভালো কিছুর আশা দেশবাসী করছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্তবর্তী সরকার ক্ষেত্র প্রস্তুত করবে সে আশা আমরাও করছি। এর মধ্য দিয়েই আগামী দিনে দেশে গণতান্ত্রিক ধারায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সে স্বপ্ন সকলে দেখছে।

দেশজুড়ে চলমান শৈতপ্রবাহে কষ্টে থাকা বঞ্চিত অসহায় নগরবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকায় শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও লালবাগ থানা আমির ড. শামীমুল বারী’র সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মু. আবুল খায়েরের সঞ্চালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক হাফেজ এনায়েতুল্লাহ, লালবাগ রহমতুল্লাহ হাই স্কুল এন্ড মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আবুল কাশেম।

এছাড়াও উপস্থিত ছিলেন লালবাগ থানা ছাত্রশিবিরের সভাপতি নাফিস আব্দুল্লাহসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ যেমন তাদের প্রতিনিধির হাতে দেশের শাসন ভার তুলে দিয়ে চায়, তেমনি কোনো সংস্কার সংশোধন ছাড়াই তড়িঘড়ি করে কেবল নির্বাচন দেশের মানুষ চাই না। কারণ একেবারে কোনো সংস্কার ছাড়াই আগের নিয়মে আবার কেউ দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনুক এটা জনগণ দেখতে চাই না। এজন্যই আমরা বলি, অন্তবর্তী সরকার সংস্কারের মাধ্যমে সকল সেক্টরে একটি নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে দিয়ে সর্বক্ষেত্রে নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করবে। না হলে জনগণ আবারো প্রতারিত হওয়ার পরিস্থিতিতে পড়তে পারে।

তিনি বলেন, দেশজুড়ে শৈতপ্রবাহ চলছে আজকে রাষ্ট্রের দায়িত্ব ছিলো প্রতিটি কষ্টে থাকা মানুষের কাছে গিয়ে শীতবস্ত্র উপহার সামগ্রী পৌঁছে দেওয়া। জামায়াতে ইসলামীর পক্ষ হতে আমার এজাতয়ি কর্মসূচি স বসময়েই করে আসছি। সরকার যারা পরিচালনা করেছেন আমরা তাদের আগেও দেখেছি জনগণের কষ্ট লাঘবে ভূমিকা ছিল না। সেই আওয়ামী লীগের ধারা এখন দেশে আর চলতে পারে না। জনগণের সুবিধা অসুবিধা নিয়ে তাদের মাথা ব্যথা ছিলো না। কিন্তু এখন জনগণের চিন্তায় অন্তবর্তী সরকার অবশ্যই অসহায়দের পাশে এসে দাঁড়াবে সে আহবান আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে করছি। দেশের উত্তরবঙ্গ, রাজধানী ঢাকা সহ প্রায় সবখানেই শৈতপ্রবাহ চলছে এরমাঝে বঞ্চিত অসহায় মানুষের পাশে সকলকে দাঁড়ানোর আহবান করছি।

বুলবুল বলেন, জামায়াত একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এখনো করছে এবং আগামী দিনেও আমাদের এই কল্যাণমুখী তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এদিকে রাতে রাজধানীর কামরাঙ্গীরচর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান সম্পন্ন হয়েছে।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কামরাঙ্গীরচর পূর্ব থানা আমির বাকী বিল্লাহ হাবিবের সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অত্র জোন পরিচালক আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর পশ্চিম থানা আমির মুজিবুর রহমান খান প্রমুখ।

ইএইচ

Link copied!