নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৫, ১১:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৫, ১১:৫০ পিএম
কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে চার দিনের সফরে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সফরকালে কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সুধি সমাবেশে যোগ দেবেন তিনি।
বুধবার সকালে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে পৌঁছান তিনি।
কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলমসহ সংগঠনের নেতারা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় আরদিয়া সানাইয়ার টেন্টে (খেমায়) প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে ডা. শফিকুর রহমানের যোগদান করার কথা রয়েছে।
ইএইচ