রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৫, ০৭:৫৪ পিএম
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৫, ০৭:৫৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘পাঁচ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পর ভেবেছিলাম দেশে অত্যাচার, চাঁদাবাজ, দুর্নীতি, মিথ্যা মামলা, ডাকাতি থাকবে না। কিন্তু কি দেখলাম? চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয়নি। ব্যক্তি পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি আদর্শ পরিবর্তন হয়নি। তাই নেতা নয় নীতির পরিবর্তন চাই।’
বৃহস্পতিবার বিকালে নরসিংদীর রায়পুরায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে এখনও ব্যাপক ডাকাতি, চাঁদাবাজি হচ্ছে। চোর ডাকাতে গোটা দেশটা ভরে গেছে। এর জন্য জীবন দেয়নি মানুষ। এর জন্য আন্দোলন করেনি, সংগ্রাম করেনি মানুষ। আদর্শবান নীতিবান মানুষ ক্ষমতায় না আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবেনা বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীরগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে ও সাজেদুল্লাহ সায়েম এর সঞ্চালনায় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- নরসিংদী ৫ (রায়পুরা) আসন থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী কলরব শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, জেলা সেক্রেটারি মুসা বিন কাসিমসহ দলটির জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
ইএইচ