Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

‘এ দেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া যাবে না’

মিজানুর রহমান, ফেনী

মিজানুর রহমান, ফেনী

জানুয়ারি ৯, ২০২৫, ০৯:০৮ পিএম


‘এ দেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া যাবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য মাওলানা আলাউদ্দিন বলেছেন, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এভাবেই আল্লাহর জমিনে ইনসাফভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করতে হবে। এদেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া যাবে না। এ জন্য ব্যাপকভাবে দাওয়াতি কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার বিকালে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুফতি আবদুল হান্নান ও বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন।

ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মমিনুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

লগি বৈঠার তাণ্ডব চালিয়েও এদেশ থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করা যায়নি। সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসিরকাষ্টে ঝুলিয়ে ফ্যাসিস্ট শক্তি ভেবেছিল জামায়াতকে শেষ করে দেয়া হয়েছে। বরং শতগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিটি ঘরে আজ জামায়াত শিবিরের লোক তৈরি হয়ে গেছে।

অনুষ্ঠানে সোনাগাজী উপজেলা আমির মাওলানা মো. মোস্তফা, সেক্রেটারি এএসএম বদরুদ্দোজা, ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি মো. মর্তুজা, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য কেএম আবদুর রহিম, আমিরাবাদ ইউপি আমির খুরশীদ আলম ও ঢাকার খিলগাঁও ওলামা ইউনিটের সভাপতি ড. জসীম উদ্দিন ফরায়েজী প্রমুখ বক্তব্য দেন।

ইএইচ

Link copied!