Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫,

আমীর খসরু

বিএনপি দুইশ আসন পেলেও একা সরকার গঠন করবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৫, ০৭:২২ পিএম


বিএনপি দুইশ আসন পেলেও একা সরকার গঠন করবে না

আগামী জাতীয় নির্বাচনে দুইশ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

আমীর খসরু বলেন, বিএনপিসহ ৪২টি দল মিলেই ৩১ দফা করা হয়েছে। দুইশ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না। কারণ, জাতীয় সরকারের মাধ্যমেই এই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, এমন চিন্তা থেকেই বিএনপি ৩১ দফা দিয়েছে। আমরা কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামো ঠিক করতে কাজ করছি। এ সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক হবে না।’

জিয়াউর রহমানের মেধাবৃত্তিক রাজনীতির পথেই হাঁটছে বিএনপি, তারা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

আরএস

Link copied!