Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫,

নজরুল ইসলাম খান

জুলাই বিপ্লবের বিজয়ের কৃতিত্বের জন্য লড়াই শুরু হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৫, ০৭:৪১ পিএম


জুলাই বিপ্লবের বিজয়ের কৃতিত্বের জন্য লড়াই শুরু হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নৃজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ দেড় দশক আগে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম, তা একদফায় রূপান্তরিত হয়েছিল। যে কারণে একদফায় পরিণত হয়েছিল সেই একই কারণে ৬৯-এর গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, ৭১ এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। একই কারণে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল। দুঃখের বিষয় কোনো না কোনোভাবে এ বিজয় ছিনতাই হয়ে যায়। জুলাই বিপ্লবের ৫ মাস পার না হতেই এ বিজয়ের কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই শুরু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত হান্নান আহমেদ খান বাবলুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লব কারও একক কৃতিত্বের ফসল নয়। গত ১৫ বছরে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরসহ এ আন্দোলনে ছাত্র-শিশু, শ্রমজীবী সবারই অবদান রয়েছে। এটি তো সবাই ভাগ করতে পারে। একা নিলে কাঁধ ভারি হয়ে যাবে।

জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, প্রেসিডিয়াম সদস্য সেলিম মাস্টার, জোবায়ের হায়দার অয়ন প্রমুখ।

আরএস

Link copied!