Amar Sangbad
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫,

জহির উদ্দিন স্বপন

তারেক রহমানের বড় হাতিয়ার ছাত্রদল

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ১২, ২০২৫, ১২:২২ এএম


তারেক রহমানের বড় হাতিয়ার ছাত্রদল

বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মেরামত করে ৩১ দফার আলোকে আমরা যে কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি, তা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সুস্থ্য করে আমরা সেই বাংলাদেশ তৈরি করবো। যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বলেন, এ কাজে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় হাতিয়ার হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ চাই শ্লোগানে শনিবার বরিশালের গৌরনদীতে ছাত্র সমাবেশের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

গৌরনদী উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের উপাচার্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. রিয়াদ রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ অন্যরা।

ইএইচ

Link copied!