Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

গয়েশ্বর চন্দ্র রায়

দেশপ্রেমিক গণমানুষের অবিসংবাদিত নেতা ছিলেন জিয়াউর রহমান

বেলাল হোসেন মিলন, বরগুনা

বেলাল হোসেন মিলন, বরগুনা

জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:০১ পিএম


দেশপ্রেমিক গণমানুষের অবিসংবাদিত নেতা ছিলেন জিয়াউর রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির পৃষ্ঠপোষক বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশপ্রেমিক গণমানুষের অবিসংবাদিত নেতা ছিলেন জিয়াউর রহমান, যার মৃত্যু নেই। জিয়াউর রহমানকে পরিমাপ করা কঠিন। জিয়ার যত গুণী নেতা আর আসবে কী না সন্দিহান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির পৃষ্ঠপোষক বাবু গয়েশ্বর চন্দ্র রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জিয়া শিশু অ্যাকাডেমির আয়োজনে অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট শাপলাকুড়ি ট্রফি-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা না করি তাহলে অদূর ভবিষ্যতে আমরা বিশ্বের দরবার থেকে ছিটকে পড়তে বাধ্য।

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল এন্ড কৃষি কলেজ মাঠে রোববার বিকাল ৫টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবীর।

এ সময় বরগুনা ও বেতাগী উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন হাসান শাহীন, বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক।

বিজয়ীদের মাঝে শাপলা কুঁড়ি ২০২৫ ফাইনাল ট্রফি বিতরণের পাশাপাশি বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শফি মন্ডল, ইভান শাহরিয়ার সোহাগ, রুখসার রহমান, নাবিলা, মৌমিতা বড়ুয়া, বাঁধন সরকার পুঁজা প্রমুখ।

ইএইচ

Link copied!