Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৫, ১১:২৭ পিএম


হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সদ্য কারামুক্ত হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার সন্ধ্যায় তার গুলশানস্থ বাসভবনে নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাম পাশে ব্যথা অনুভব করেন তিনি।

তৎক্ষণাৎ তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান লুৎফুজ্জামান বাবর। তার আগে চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলাতে গত ১৪ জানুয়ারি খালাস পান তিনি।

একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও গত ১৮ ডিসেম্বর খালাস পেয়েছিলেন বাবর।

ইএইচ

Link copied!