আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫, ০৩:০৫ পিএম
আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫, ০৩:০৫ পিএম
জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও রাষ্ট্র সংস্কার করা হবে। যেখানে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।
বুধবার (২২ জানুয়ারি) সকাল জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ আয়োজিত ‘বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আমির খসরু বলেন, ‘আজকে অনেকে সংস্কারের কথা বলছেন। অথচ রাষ্ট্রসংস্কারে আমাদের ৩১ দফা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৬ বছর আগেই দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যেখানে জাতীয় সরকারের কথা বলা হয়েছে।’
আরএস