Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

‘প্রধান উপদেষ্টার পথের শেষ চায় বিএনপি’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৫, ০৬:০৯ পিএম


‘প্রধান উপদেষ্টার পথের শেষ চায় বিএনপি’

মানুষের ভোটাধিকার এবং নির্বাচন আদায়ে প্রয়োজনে আবারও রাজপথে নামার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এমন কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, সংস্কারের নামে কুসংস্কার হলে তা ছুড়ে ফেলতে হবে। নির্বাচন আদায়ে প্রয়োজনের আবারও রাস্তায় নামা হবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার পথের শেষ চায় বিএনপি, নির্বাচন দিতে হবে। আন্দোলন চলমান, অপেক্ষায় আছি। তবে আন্দোলন করে যদি নির্বাচন আদায় করতে হয়, তবে দুঃখ পাবো। রাস্তায় নামতে চাই না, তবে নামবো না সে প্রতিশ্রুতিও দিতে চাই না।

এদিকে জাতীয় শিক্ষক দিবস ও সম্মেলন এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সারা দেশ থেকে আসা শিক্ষক ও শিক্ষা কর্মচারীরা।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারাও অংশ নেন। আর এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিআরইউ

Link copied!