Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

মিয়া গোলাম পরওয়ার

৬ মাসের মধ্যে নির্বাচনি সংস্কার সম্ভব

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৫, ০১:১৩ পিএম


৬ মাসের মধ্যে নির্বাচনি সংস্কার সম্ভব

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার সকালে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজা শেষে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলাম সেই যৌক্তিক সময় দিতে প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, অনেকে বলছেন নির্বাচনের সময় খুব লম্বা হয়ে যাবে, যে নির্বাচনের জন্য আমরা পনেরো বছর অপেক্ষা করতে পারলাম সেই নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য যদি ৩ থেকে ৪ মাস কমবেশি সময় প্রয়োজন হয় তাতে কোন সমস্যা না।

এর আগে, নড়াইল সদরের হবখালী স্কুল মাঠে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজায় ইমামতি করেন-জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদী শনিবার (২৫ জানুয়ারি) ইন্তেকাল করেন।

ইএইচ

Link copied!