নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০২:২৬ পিএম
দেশে জনগণের কথা বিবেচনা করে সরকারের দ্রুত অবাধ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম রাশেদ৷
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি৷
বিবৃতিতে তিনি বলেন, এক-এগারোর মতো ষড়যন্ত্র করার চেষ্টা করলে ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দেশে জনগণের কথা চিন্তা করে দ্রুত অবাধ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। জুলাই বিপ্লবে মানুষ গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র গড়তে শহিদ হয়েছেন। এখন উপদেষ্টারা শহিদের রক্তের উপরে বসে নতুন কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, সরকারের ভালো সিদ্ধান্তগুলোকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমার মনে হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। যদিও ৫ তারিখের (আগস্ট) পরই প্রক্রিয়াটি শুরু হয়েছে। এখন এটির পূর্ণতা পেতে প্রয়োজন নির্বাচন। নির্বাচন দিতে হলে এর আগে কী কী কাজ করা প্রয়োজন, কী কী কাজ এখনও বাকি, সেগুলো কীভাবে সম্পন্ন করার কথা তারা চিন্তা করছে; বিষয়গুলো নিয়ে সব রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের জানানো সমুচিত বলে মনে করি।
এখানে সবারই একটা প্রস্তুতির বিষয় আছে। যারা ব্যবসা পরিচালনা করেন তাদের, গণমাধ্যমেরও একটা প্রস্তুতি আছে। রাজনৈতিক দলগুলো তো সরাসরি নির্বাচনে যাবে, তাদেরও প্রস্তুতির বিষয় আছে। সুতরাং এটি পরিষ্কার করে জানানো উচিত বলে মনে করি। এ কারণে আমরা প্রথম থেকে একটি কথাই বলে আসছি, সেটি হলো নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন দিতে যতটুকু সময় দেওয়ার কথা, এর বেশি সময় আপনারা নেন— সেটি কিন্তু আমরা চাই না।
ইএইচ