Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

ডা. সাবরিনা

জনগণের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০২:৪৯ পিএম


জনগণের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি

জনগণের জন্য কাজ করতে ডা. সাবরিনা হুসেন মিষ্টি রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

সম্প্রতি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এ যোগ দিয়েছেন ডা. সাবরিনা হুসেন (মিষ্টি)। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডা. সাবরিনা বলেন, আমার দাদি খালেদা রব্বানি ১৯৭৮ সাল থেকে চারবার এমপি ছিলেন । আমার চাচা রেজা হোসেন দিনাজপুর-১ আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন। সেই ধারাবাহিকতায় আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া।

সাবরিনা বলেন, এর আগে আমি সরকারি চাকরি করতাম যে কারণে রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আমি কিছু কাজ করছি একটা প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য, কাজ করার জন্য। তাই জিসাসে যুক্ত হয়েছি।

বিগত আওয়ামী লীগ সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে সাবরিনা বলেন, আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমার ইমেজ নষ্ট করা হয়েছে। আমার জুনিয়রদের প্রমোশন হয়েছে আমার হয়নি। নিয়মিত প্রমোশন হলে এখন আমি সহযোগী অধ্যাপক হিসেবে থাকার কথা। মানুষের জন্য কাজ করে নিজেকে প্রস্তুত করে আগামীতে জনপ্রতিনিধি হতে চাই।

তিনি বলেন, অনেকে আমার রাজনৈতিক আদর্শ সম্পর্কে না জেনে বিরুপ মন্তব্য করছেন যা কোনোভাবেই ঠিক না। মন্তব্যকারীদের উদ্দ্যেশ্যে বলতে চাই আমার পুরো পরিবার জাতীয়তাবাদী দলের আদর্শ লালন পালন করে এবং আমি নিজেও বিএনপির একজন কর্মী । অন্যের ব্যাপারে মিথ্যা সমলোচনা না করে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সবাই মিলেমিশে কাজ করাটাই উত্তম।

চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সাবরিনা বলেন, বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, এখন মন্তব্য করার সময় নয়। তবে সবাইকে সহনশীল হতে হবে। দেশটা এখন অস্থিতিশীল আছে, সবাইকে সহনশীলতার পরিচয় দিয়ে দেশটাকে স্থিতিশীল করা দরকার।

বিআরইউ

Link copied!