Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

রুহুল কবির রিজভী

বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতির সুযোগ পেয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৫৮ পিএম


বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতির সুযোগ পেয়েছে

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির উদারতার কারণে জামায়াত এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল। কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে, সেটা হলো মুনাফেকি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন। তাহেরপুর হাইস্কুল মাঠে এ স্মরণসভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের ১৬-১৭ বছরের অনিয়ম-দুর্নীতি, খুন-গুম, লুটপাটের চিত্র তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিল ‘মাফিয়া হাসিনা’। শেখ হাসিনা নিজের ও আত্মীয়-স্বজনদের নামে প্লট নিয়েছেন। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশে টিউলিপের দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে।

তিনি আরও বলেন, ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যরা। শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মা সেতু, মেট্রোরেল করেছেন শুধু টাকা মারার জন্য।

পার্শ্ববর্তী দেশ ভারতের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘ভারত সরকার শেখ হাসিনাকে পাহারা দিতে পারলো না। শেখ হাসিনা অবৈধ, তার পাসপোর্টের বৈধতা নেই, তারপরও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে।’

তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলিম বাবুর সঞ্চালনায় এবং তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবুল সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।

আরএস

 

Link copied!