ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৮:০১ পিএম
ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৮:০১ পিএম
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কথায় কথায় বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা। তাহলে এখনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছেন না কেন? গুমের রানি, খুনের রানি শেখ হাসিনার রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে এদেশে আরেকটি বিপ্লব হবে।
তিনি আরও বলেন, জার্মানিতে যেমন নাৎসিবাদী হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।
বিএনপি নেতা রিপন বলেন, গত ১৬টি বছর আওয়ামী লীগ তাদের দুঃশাসনকে বহাল রাখার জন্য, বিরোধীমতকে দমন করার জন্য আয়নাঘরের টর্চার সেল বানিয়েছে। আজ তা উন্মোচিত হচ্ছে। এই আইয়ামে জাহেলিয়াত আওয়ামী লীগ, তাদের কারোরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই হবে না। যদি তাদের দোসরদেরও কেউ আশ্রয়-প্রশ্রয় দিতে চান, দশের জনগণ তাদেরও উৎখাত করবে। তাদের বিরুদ্ধেও লড়াই হবে। কোনো ফ্যাসিস্টের সহযোগীকে আমরা বাংলাদেশে ঠাঁই দেবো না।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ও সদস্যসচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।
আরএস