Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

হামলার অভিযোগ এনে টিএসসিতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১২:৪৫ এএম


হামলার অভিযোগ এনে টিএসসিতে ছাত্রদলের বিক্ষোভ

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার পাল্টা অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় তারা স্লোগান দেন, ‘শিক্ষা মৌলবাদ- একসঙ্গে চলে না’, ‘ছাত্রদলের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’।

এর আগে, রাত ৮টার দিকে সংক্ষিপ্ত সমাবেশের পর রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যে আসে। একই সময়ে ছাত্রদলের মিছিলটি ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে জায়গা না পেয়ে ডাস চত্বর-সংলগ্ন রাস্তায় সমাবেশ শুরু করে। ডাস চত্বরের পাশের রাস্তায় রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত ছাত্রদলের সমাবেশ চলে।

ইএইচ

Link copied!