Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

জুলাই বিপ্লব

শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করে ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১০:১৩ পিএম


শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করে ছাত্রশিবির

কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে সম্মাননা প্রদান ও শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।  

বুধবার বিকালে রাজধানীর এ. কে স্কুল এন্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবারের কাছে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পরে শহীদের স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান। বক্তব্যে বলেন, শহীদরা আমাদের অনুপ্রেরণা। তারা ফ্যাসিস্ট সরকারের চোখ রাঙিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। শহীদরা আমাদের জাতীয় সম্পদ। তাদের নিয়ে রাজনীতি করা উচিত নয়। শহীদদের জন্য আমরা এখনো কিছু করতে পারিনি, অথচ কিছু মানুষ শহীদদের নিয়ে রাজনৈতিক লাভের খেলায় মেতে উঠেছে। এটা অত্যন্ত দুঃখজনক।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক শফি উল্লাহ। উক্ত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

আরএস

Link copied!