Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

আব্দুল আউয়াল মিন্টু

রাষ্ট্র সংস্কারের নামে ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৭:৫৮ পিএম


রাষ্ট্র সংস্কারের নামে ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, সংস্কারের নামে যদি ষড়যন্ত্র করা হয়, তাহলে বিএনপি তা মেনে নেবে না। অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। আমরা চাই না আপনারা ব্যর্থ হন। সংস্কারের নামে তালবাহানা করবেন না।

বৃহস্পতিবার বিকালে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বলেন, গত ১৬ বছরে প্রায় ৮ হাজার মানুষকে গুম-খুন করেছে আওয়ামী লীগ সরকার। মানুষের সর্বপ্রকার অধিকার হরণ করেছে। আর এই সরকার নাকি সংস্কার করবে! যদি আপনারা সংস্কার করতে চান, প্রথম যেটা দরকার সেটা হলো পালিয়ে যাওয়া আওয়ামী পেতাত্মাদের বিচার করা। তাদের আগে বিচারের সম্মুখীন করুন। যখন তাদের বিচার করতে পারবেন, তখন বুঝব আপনাদের ক্ষমতা আছে।

তিনি আরও বলেন, আপনারা ক্ষমতায় বসে আছেন, কিন্তু কোনো দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। অতএব আমরা চাই, ক্ষমতার ব্যবহার করার আগে দায়িত্ব পালন করুন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় জনসভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ইএইচ

Link copied!