Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

আমির খসরু মাহমুদ

একটি গোষ্ঠী আন্দোলনকে ‘হাইজ্যাক’ করে ক্ষমতায় বসেছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১০:৫০ পিএম


একটি গোষ্ঠী আন্দোলনকে ‘হাইজ্যাক’ করে ক্ষমতায় বসেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি গোষ্ঠী আন্দোলনকে হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে।

শনিবার বিকালে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, হাইজ্যাক করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়া বা অব্যাহতভাবে থাকতে চাওয়া শেখ হাসিনার প্রক্রিয়া। এদেরকে বিদায় করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আন্দোলনের মালিকানা নিয়ে কথা বলতে গেলে দেশ বিভক্ত হয়ে যাবে। অভ্যুত্থানে বিএনপি সবচেয়ে বেশি সেক্রিফাইস করেছে, কিন্তু কখনও একক দাবিদার হিসাবে নিজেদের উপস্থাপন করেনি।

আন্দোলন শুধু ৩৬ দিনের নয় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিগত ১৫ বছর ধরে সবাই এই আন্দোলন করেছে।

আমীর খসরু বলেন, আন্দোলন একটি পর্যায়ে থেমে যাওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু তাদের কথা কেউ বলছে না।

এ সময় আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তাদের অবদানের ওপরও ডিক্লারেশন তৈরি করতে হবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!