Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫,

এনসিপির যুগ্ম সদস্য সচিব হলেন সাংবাদিক জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:২২ পিএম


এনসিপির যুগ্ম সদস্য সচিব হলেন সাংবাদিক জয়নাল আবেদীন

জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি) নামে আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন এ দলে যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাংবাদিক জয়নাল আবেদীন শিশির।

শুক্রবার এক ফেসবুক পোস্টে শিশির নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেলাম।’

শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সন্ধ্যার দিকে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন।

নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন।

এ ছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন নুসরাত তাবাসসুম, এবং সদস্য সচিবের পদে রয়েছেন আখতার হোসেন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, এবং ১ নম্বর যুগ্ম সদস্য সচিব হয়েছেন আরিফ সোহেল।

পাশাপাশি, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসীরুদ্দীন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক, এবং আব্দুল হান্নান মাসউদকে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও নতুন দলের মুখ্য দায়িত্বে থাকা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গণভবন ও সংসদ ভবনে কে যাবে, তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনগণ।’

ইএইচ

Link copied!