Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫,

জাতীয় নাগরিক পার্টির নতুন নেতৃত্ব: কে কোন পদে?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৫, ১১:৩৮ এএম


জাতীয় নাগরিক পার্টির নতুন নেতৃত্ব: কে কোন পদে?

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন।

দলটির কেন্দ্রীয় কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব: ডা. তাসনিম জারা, নাহিদা সরোয়ার রিভা।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক: হাসনাত আব্দুল্লাহ।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক: সারজিস আলম।

মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটওয়ারী।

সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক: আবদুল হান্নান মাসউদ।

যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন:

নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারওয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, তুজরুবা জাবিন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিম, এহতেশাম হক ও হাসান আলী।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্তরা:

আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মোহাম্মদ নিজাম উদ্দিন, আকরাম হোসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত (দপ্তরে সংযুক্ত), আলাউদ্দিন মুহাম্মদ, ফরিদ উদ্দীন, মোহাম্মদ ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন, মুশফিকুর সালেহিন, ড. জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, মুশফিকুর রহমান জুহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, শাগুপ্তা বুশরা বিসমা, আহনাফ সাঈদ খান, আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ ও তাহসিন রিয়াজ।

দলের নাম ও কাঠামো চূড়ান্ত করতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দলটির নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে দল ও নেতাদের নাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণ করেন।

ইএইচ

Link copied!