Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫,

তারেক রহমানের রমজানের শুভেচ্ছা: শান্তি ও সৌহার্দ্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৫, ১১:৩২ পিএম


তারেক রহমানের রমজানের শুভেচ্ছা: শান্তি ও সৌহার্দ্যের আহ্বান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, রমজান প্রতিটি মানুষের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনবে।

শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, "রমজান আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম সাধনায় মগ্ন থাকেন। অনাচার, হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মাহে রমজান সবার জীবনে শান্তি ও সুখের বার্তা বয়ে আনুক।"

রমজানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "এই মাসে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য পথপ্রদর্শক ও সত্যের দিশারি। হাদিস অনুযায়ী, রমজানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়।"

তিনি আরও বলেন, "রমজান হলো রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ মাসে প্রতিটি নেক আমলের ফজিলত বহুগুণ বৃদ্ধি করা হয়। তাই আসুন, আমরা রমজানের শিক্ষা ধারণ করে একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসি।"

ইএইচ

Link copied!