Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫,

বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছে এনসিপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৬, ২০২৫, ০৫:৩৩ পিএম


বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছে এনসিপি

রাজধানীতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। ব্যতিক্রমী এ উদ্যোগে পাইকারি দামে বিক্রি হচ্ছে নানা পণ্য। 

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই কার্যক্রম চালু করেন দলের কর্মীরা। যেখানে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ।  চলবে রমজানজুড়ে।

আয়োজকরা জানিয়েছেন, পবিত্র রমজান মাস এলেই অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে বাজার। এবার যেন সেটা না করতে পারে এ জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও বাজারে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরাতে বিনা লাভে পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিনা লাভে সব শ্রেণি-পেশার মানুষ পণ্য কিনতে পারবে।

এখানে এক লিটার সয়াবিন তেলের বোতল ১৭৫ টাকা, ২ লিটার ৩৫০ টাকা, প্রতি পিচ ডিম ৯ টাকা, ছোলা ৯৫ টাকা, প্রতি কেজি চিনি ১১৭ টাকা, মসুর ডাল ১০০ টাকা মূল্যে নিতে পারছেন ক্রেতারা।

ক্রেতা নজরুল ইসলাম বলেন, ‘এখানে একটি কাজে এসেছিলাম। এখন বিনা লাভে পণ্য বিক্রি দেখে ১ কেজি চিনি ও ২ লিটার তেল কিনেছি।

গতকাল বাজার থেকে ১ কেজি চিনি ১৩০ টাকা কেজিতে কিনেছি। এখানে মাত্র ১১৭ টাকায় কিনেছি। এমন উদ্যোগ সাধারণ ক্রেতাদের জন্য খুবই প্রয়োজনীয়।’

রুবেল শেখ বলেন, ‘এখানে এসে বাজারের চেয়ে কম মূল্যে পণ্য কিনতে পারছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এটা খুবই ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য প্রয়োজন।’

জাতীয় নাগরিক কমিটির সদস্য সজল বলেন, ‘দেশের সাধারণ মানুষের যখনই দুর্ভোগ সৃষ্টি হবে তখনই জাতীয় নাগরিক পার্টি এমনিভাবে পাশে দাঁড়াবে। এই কার্যক্রমের ফলে প্রায় ২০-৩০ টাকার আপ-ডাউনে এখানে সাধারণ মানুষ পণ্য পাচ্ছে।’

আয়োজক কমিটির সদস্য সেলিম হোসাইন বলেন, ‘প্রতি রমজানে দ্রব্যের দাম বেড়ে যায়। এখান থেকেই আমাদের উদ্যোগ নেওয়া, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকে। এখানে আমরা বিনা লাভে মানুষের কাছে পণ্য বিক্রি করতে পারছি। আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি সাড়া মিলেছে। এখানে যেমন চাহিদা দেখছি, চেষ্টা করছি আরো বাড়ানোর। ঈদের আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।’

বিআরইউ

Link copied!