নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৫, ০২:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৫, ০২:৩৮ পিএম
ছাত্র-জনতার নামে দেশে নতুন রাজনৈতিক দলের কর্মীরা মানুষের সম্পদ লুটপাট করছে বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম রাশেদ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
রাশেদ বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক জনমানুষের দল। আমরা নতুন রাজনৈতিক দলকে রাজনীতির মাঠে স্বাগত জানাই কিন্তু ইদানীং লক্ষ্য করছি নাহিদ এবং সারজিসের বক্তব্য আওয়ামী লীগের মতো মনে হচ্ছে। রাজনৈতিক দলের নেতা হয়ে তারা যেভাবে খবরদারি করছে নির্বাচন নিয়ে যে ভাষায় কথা বলছে মনে হচ্ছে তারা সরকারের মন্ত্রী বা সরকারের একটা অংশ। তারা যেহেতু এখন দেশে ছোট খাটো একটা রাজনৈতিক দল তাদের আমরা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, দেশের মানুষ এখন গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। আমরা দ্রুত নির্বাচন দাবি করছি। আমরা দীর্ঘদিন রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে নির্যাতনের শিকার হয়েছি, মামলা জেল জুলুমের শিকার হয়েছি, দেশের জনগণের মুক্তির জন্য সংগ্রাম করেছি। বেশ কয়েকবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি তবুও আপোস করিনি বা গুপ্ত সংগঠনের মতো গোপনে আওয়ামী লীগ করিনি।
ইএইচ