আমার সংবাদ ডেস্ক
মার্চ ৮, ২০২৫, ০৫:১৯ পিএম
আমার সংবাদ ডেস্ক
মার্চ ৮, ২০২৫, ০৫:১৯ পিএম
পাশবিক নির্যাতনের শিকার মাগুরার শিশুটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির মাকে ফোন করে তার চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি।
শনিবার (৮ মার্চ) দুপুরে নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন তারেক রহমান। এসময় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।
এর আগে মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় এই শিশু। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত হিটু মিয়া সম্পর্কে ওই শিশুর বোনের শ্বশুর। শিশুটিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আরএস