Amar Sangbad
ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫,

তারেক রহমান

নারী ও শিশু নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৫, ২০২৫, ১২:১৪ এএম


নারী ও শিশু নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিতে হবে

বাংলাদেশের প্রতিটি এলাকায় মা, বোন ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, "বাংলাদেশে আট বছর বয়সী এক শিশুর নির্মম হত্যাকাণ্ড আমাদের সবাইকে দুঃখ, লজ্জা ও শোকাহত করেছে। দেশের নারী ও শিশুদের কোনোভাবেই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির শিকার হওয়া উচিত নয়।"

তিনি আরও বলেন, "একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, যেন এ ধরনের নৃশংসতা আর না ঘটে। আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সবার স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান দেখানো হবে।"

ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে তারেক রহমান জানান, বিএনপি ইতোমধ্যে দুটি বিশেষ সেল গঠন করেছে—একটি চিকিৎসা সহায়তার জন্য এবং অন্যটি আইনি সহায়তার জন্য। এই সেলগুলোতে বেশ কয়েকজন নারী চিকিৎসক ও আইনজীবী রয়েছেন, যারা ভুক্তভোগী ও তাদের পরিবারকে বিনামূল্যে পেশাদার সহায়তা প্রদান করবেন।

নারীর ক্ষমতায়নের পথিকৃৎ দল হিসেবে বিএনপি সব ধর্ম, লিঙ্গ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে একটি নিরাপদ, সমান ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

Link copied!