Amar Sangbad
ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫,

সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

মার্চ ১৫, ২০২৫, ১২:৩০ এএম


সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "৫ আগস্ট-পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। দেশপ্রেমিক জনগণকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।"

শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, "রমজান বদরের মাস, কদরের মাস। এই মাসে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হতে হবে।"

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, "মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।"

সিলেট নগরীর আরামবাগের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল পাটোয়ারী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য তাজ উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

ইএইচ

Link copied!