নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৫, ১১:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৫, ১১:৪৪ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি। এখন প্রয়োজন জাতীয় ঐক্যকে আরও সুসংহত করা।
রোববার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুস্পষ্টভাবে বলতে চায়— আমরা সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি দিয়েছি, যা আজকের প্রস্তাবিত সংস্কারের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া।”
তিনি বলেন, “বর্তমান সরকার রাষ্ট্র ও গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশের স্থিতিশীলতা ফেরাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, “আজ পত্রিকার পাতা খুললেই আমরা আতঙ্কিত হয়ে যাই। হত্যা, খুন, ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে। তরুণ প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীরা অসহিষ্ণু হয়ে উঠছে, যা দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে।”
তিনি বলেন, “আমরা চাই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। অতীত অভিজ্ঞতা বলছে, নির্বাচন যত দেরি হয়, ততই ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে এবং জঙ্গিবাদ উসকে দেয়। তাই যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে আসবেন, তত দ্রুত দেশ পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন সম্ভব হবে।”
ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন— জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা।
ইএইচ