Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

সেলিমা রহমান

ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু দোসররা রয়ে গেছে

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

মার্চ ২৪, ২০২৫, ১১:২০ পিএম


ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু দোসররা রয়ে গেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, "ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সক্রিয় রয়েছে। তাই সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।"

বলেন, "দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে মুক্ত পরিবেশে একটি ইফতার আয়োজন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।"

সোমবার বিকালে বরিশালের বাবুগঞ্জে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "বিগত দমনমূলক সরকারের শাসনে আমরা এভাবে একত্রিত হতে পারিনি। আপনাদের আন্দোলন, ত্যাগ ও শ্রমের বিনিময়ে সেই সরকার পতনের মুখে পড়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আজ আমরা মুক্ত পরিবেশে ইফতার করতে পারছি।"

তিনি স্মরণ করিয়ে দেন, "বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছে। অনেক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। এক যুগেরও বেশি সময় ধরে লড়াই করে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। দেশের সংকটময় সময়ে বিএনপি নেতাকর্মীরা সবসময় এগিয়ে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি, যার সুনাম অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।"

তিনি আরও বলেন, "যখনই দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়, ঠিক তখনই সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। বিএনপি একটি বড় দল। অভ্যন্তরীণ বিভেদ ভুলে দলকে শক্তিশালী করতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের জন্য একটি গ্রহণযোগ্য সরকার উপহার দিতে হবে।"

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে বাবুগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বরিশাল জেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন আলম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান রিপন, সদস্য মাসুম মৃধা, বিএনপি নেতা মনিরুজ্জামান মিলটন, উপজেলা সদস্য সেলিম সরদার, সদস্য দেলোয়ার হোসেন, সদস্য মঞ্জুরুল আলম টুটুল, জাতীয়তাবাদী জিয়া মঞ্চ বরিশাল জেলা সেক্রেটারি মো. সুমন সরদারসহ বিএনপি, ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!