আমার সংবাদ ডেস্ক:
মার্চ ৩১, ২০২৫, ০২:৪৯ পিএম
আমার সংবাদ ডেস্ক:
মার্চ ৩১, ২০২৫, ০২:৪৯ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে। এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। যা বিগত বছরগুলোতে পারেনি।
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার পূরণ করবে। বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেনো পূরণ হয় সে প্রত্যাশা রাখি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
বিআরইউ