আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫, ১২:০৩ পিএম
আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫, ১২:০৩ পিএম
দেশে ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কুরআনের আইন বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, “মানুষের তৈরি মতবাদ ও আইন দিয়ে বিগত ৫৪ বছরে মানুষের ন্যায্য অধিকার, শান্তি ও সুবিচার নিশ্চিত করা সম্ভব হয়নি। বরং এইসব মতবাদের ছত্রছায়ায় দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, বৈষম্য ও বিচারহীনতা সমাজে গভীরভাবে প্রোথিত হয়েছে।”
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর সবুজবাগ-মুগদা জোনে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ‘দাওয়াতী গণসংযোগ’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, ‘ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ইসলামী বিধান ও রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণই একমাত্র পথ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সকল ক্ষেত্রে কুরআনের নির্দেশনা অনুসরণেই রয়েছে মুক্তি।’
তিনি বলেন, ‘স্বাধীনতার স্বপ্ন ছিল বৈষম্যমুক্ত একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে। ইসলামি সমাজ প্রতিষ্ঠা ছাড়া এ স্বপ্ন কখনো বাস্তবায়ন সম্ভব নয়।’
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দাওয়াতী কর্মসূচির জোন পরিচালক ড. মোবারক হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ গণসংযোগ কার্যক্রম ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে চলবে।
বিআরইউ