মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট
এপ্রিল ২২, ২০২৫, ১১:১১ পিএম
মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট
এপ্রিল ২২, ২০২৫, ১১:১১ পিএম
স্কুল-কলেজের ছুটির সময়কে কাজে লাগিয়ে কর্মমুখী শিক্ষার কোর্স চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিকালে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “স্কুল-কলেজে সামার ভ্যাকেশনটা আমরা ভাগ করে নিতে পারি। যতদিন ছুটি থাকে, সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। অবশ্য বাচ্চারা রাগ করতে পারে, মনে করতে পারে তাদের ছুটি কমে গেল। কিন্তু আমরা ছুটির সময়টাকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা রয়েছে এবং এটি অনেক বিস্তারিত।”
তিনি আরও বলেন, “আপনারা যাদের নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তাদের মধ্যে যদি শৃঙ্খলা থাকে, তাহলে দেশ সামনে এগিয়ে যাবে। আগে স্কুলে স্কাউট ও বিএনসিসি কার্যক্রম ছিল, যার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ হতো। ভবিষ্যতে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে এই কার্যক্রমগুলো আবার পুরোদমে চালু করবো।”
তারেক রহমান লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম, নেতৃত্ব ও নৈতিকতা শিক্ষায় উদ্বুদ্ধ করতে স্কাউট, বিএনসিসি, জ্ঞানভিত্তিক শিক্ষা এবং খেলাধুলাকে ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার আগ্রহের কথাও জানান।
প্রাথমিক শিক্ষা নিয়েও গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার মান উন্নয়নে কাজ করব। বর্তমানে শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তা যথেষ্ট নয়। আমরা এই খাতকে আরও শক্তিশালী করতে চাই।”
তিনি শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও দক্ষ জনশক্তি তৈরির উপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
ইএইচ