Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

আমানউল্লাহ আমান

ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে মাঠে থাকবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৯, ২০২৫, ১০:২০ পিএম


ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে মাঠে থাকবে ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেছেন, “যারা নিজেদেরকে জুলাই অভ্যুত্থানের মূল স্টেকহোল্ডার দাবি করে, তাদের কাউকে কখনো ফ্যাসিবাদের কোনো দোসরকে ধরে পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়নি। অথচ, এটি সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত ছিল।”

তিনি বলেন, “এই তথাকথিত সংস্কারবাদীরা মুখে সংস্কারের কথা বললেও বাস্তবে তারা ধান্দাবাজিতে লিপ্ত। এর কোনো ব্যত্যয় নেই।”

শনিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা অতীতেও যেমন সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিল, বর্তমানেও তেমনি রয়েছে। আমরা বিশ্বাস করি, ফ্যাসিবাদের শেষ দালালকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত ছাত্রদলের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছাত্রদল কখনো ফ্যাসিবাদ, দখলদারিত্ব কিংবা ভণ্ড সংস্কারবাদীদের প্রশ্রয় দেয়নি, দিবেও না। আমরা রাজপথেই এর জবাব দেবো।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে কিছু গোষ্ঠী নিজেদের সংস্কারপন্থী হিসেবে দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ইএইচ

Link copied!