Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫,

রায়পুরে বিদ্যুতের তার মাটিতে, প্রাণ গেল ফেরিওয়ালার

হারুনুর রশিদ, রায়পুর (লক্ষ্মীপুর)

মে ৩০, ২০১৯, ০৫:৪৬ এএম


রায়পুরে বিদ্যুতের তার মাটিতে, প্রাণ গেল ফেরিওয়ালার

লক্ষ্মীপুরের রায়পুরে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার স্পৃষ্ট হয়ে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) বিকেলে উপজেলার কেরোয়া ইউপির কয়াল বাড়ির সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, মৃত কামাল হোসেন কুমিল্লার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে।

রায়পুর পৌরসভার প্যানেল মেয়র কাজি নাজমুল কাদের গুলজার বলেন, মৃত কামাল ১৬ বছর ধরে রায়পুর পৌরসভার ধানহাটার ডাকাতিয়া নদীর পাড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়ায় বাস করতেন। প্রতিদিনের মতো গতকাল কয়াল বাড়ির জাকিরের বাসার সামনে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার পায়ে লাগলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর রাতে অ্যাম্বুলেন্স করে তার মরদেহ কুমিল্লার হোমনায় নেয়া হয়েছে।

রায়পুর থানার এসআই গনেশ চন্দ্র পাল বলেন, মৃত কামালের স্ত্রী থানায় সাধারণ ডায়রি করেছেন।