Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

চুয়াডাঙ্গায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সেপ্টেম্বর ৫, ২০১৫, ০৭:০৯ এএম


চুয়াডাঙ্গায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

   হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন সার্বজনীন পুজা মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

অতিথি হিসেবে শোভাযাত্রায় অংশ নেন হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মন্ডলীর সদস্য জগবন্ধু ধর, দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলী মুনসুর বাবু, দর্শনা পুরাতন বাজার মন্দির কমিটির সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক অনন্ত কুমার মঙ্গল সান্তারা প্রমুখ। র‌্যালীতে দামুড়হুদা উপজেলার ২০ টি মন্দিরের সহস্রাধিক হিন্দু ধর্মাবল্মী নারী-পুরুষ অংশ নেন।