Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

ইফতারের আগে যে দোয়াটি পড়লে মনের আশা পূরণ হবে

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২০, ০৯:৪৯ এএম


ইফতারের আগে যে দোয়াটি পড়লে মনের আশা পূরণ হবে

ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করা রোজার আগের ভোরের খাবারটিকে সেহরি বলা হয়। অন্যদিকে সূর্যাস্তের যে খাবারটি রোজা ভঙ্গ করে তাকে ইফতার বলা হয়। ইফতার সংক্রান্ত করণীয় ও দোয়াগুলো রোজাদারের জন্য পালন করা অনেক সওয়াব ও কল্যাণের কাজ।

ইফতারের আগে ইফতার সামনে নিয়ে তাসবিহ-তাহলিল ও তাওবা-ইসতেগফার আল্লাহ কাছে অনেক পছন্দনীয়। ইফতারের সময় আল্লাহ বান্দার সব চাওয়াগুলোই পূরণ করে দেন। রোজাদার প্রচণ্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহর ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এটি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বিষয়।

তাইতো মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসুলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন হাদিসে এসেছে-হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিন ব্যক্তির দোয়া (আল্লাহর কাছে) ব্যর্থ হয় না অর্থাৎ বান্দাকে ফিরিয়ে দেন না-

১. ইফতারের সময় রোজাদারের দোয়া।
২. ন্যায় বিচারক বাদশাহর দোয়া।
৩. মজলুমের দোয়া। (মুসনাদে আহমদ)

তাইতো রোজাদারের জন্য পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন আবদার পাশ করিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ হলো এই ইফতারের সময়।

তাই ইফতারের সময় এমন কিছু দুয়া ও করণীয় আছে যেগুলো করলে আপনার মনের আশা পূরণ হবে। তাই আসুন জেনে নিন ইফতারের আগে কোন দুয়াগুলো পড়তে হবে ও কীভাবে পড়লে আল্লাহ আপনার দুয়া কবুল করবেন-

ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইসতেগফার পড়া-

اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم

উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

এই ইসতেগফারটি পড়ার পর আপনি দুরুদ শরীফ পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়বেন। তারপর আপনার মনের আশা-আকাঙ্খা দুয়া করবেন আল্লাহ কাছে। আল্লাহ কাছে কান্নাকাটি করে চাইবেন। তারপর আরও একবার দুরুদ শরীফ পড়বেন। এরপর আপনি ইফতারের দুয়া পড়ে ইফতার করে নেবেন।

আমারসংবাদ/এআই