Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সৌদি আরবে পৌঁছেছেন ১৩ হাজারের বেশি হজযাত্রী

আমারসংবাদ ডেস্ক

আমারসংবাদ ডেস্ক

জুন ১৬, ২০২২, ০৪:৫৫ পিএম


সৌদি আরবে পৌঁছেছেন ১৩ হাজারের বেশি হজযাত্রী

হজ পালনের জন্য এই পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৩৪টি ফ্লাইটে তারা সৌদি গেছেন।

হজ বুলেটিনে বলা হয়, ৫ থেকে ১৫ জুন পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন, বেসরকারি ব্যবস্থাপনার নয় হাজার ৮৪৪ জন হজযাত্রী রয়েছেন। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট মিলে মোট ৩৪টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে পেঁছান।

এখন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের একজন হজযাত্রী মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সারা বিশ্বের ১০ লাখ হাজী এ বছর হজ করতে যাবেন।

উল্লেখ্য, ৫ জুন (রোববার) ৪১০ জন যাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ে। ওই দিন সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় এবং স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে জেদ্দায় পৌঁছা

Link copied!